ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষককে উত্তম-মধ্যম

Date:

কক্সবাজারের রামু কলেজের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) ছাত্রীর সহপাঠীরা ওই শিক্ষককে ধরে উত্তম-মধ্যম দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। এ ঘটনার পর শিক্ষককে শাস্তির দাবি করেছেন অভিভাবক মহল।

অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ হোছাইন। তিনি রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, শিক্ষক হোছাইন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। বৃহস্পতিবার ছাত্রীকে কৌশলে কক্সবাজার শৈবাল বিচ এলাকায় নিয়ে যায় ওই শিক্ষক।

বিষয়টি শিক্ষকের অগোচরে বন্ধুদের জানান ওই ছাত্রী। জানতে পেরে বন্ধুরা কবিতা চত্বর বিচে যান। ছাত্রী তার শিক্ষক হোছাইনকে কলেজ পোশাক পরিবর্তনের কথা বলে মোটেল শৈবালের সুইমিংপুলের দিকে নিয়ে যান। পরে শিক্ষককে বাইরে রেখে ভেতরে প্রবেশ করে বন্ধুদের খবর দেন। বন্ধুরা এসে শিক্ষক হোছাইনকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় উত্তেজিত সহপাঠীরা শিক্ষককে মারধর এবং টানাহেঁচড়া করে কক্সবাজারের এক আইনজীবীর চেম্বারে নিয়ে যান। সেখানে তিরস্কৃত করে শিক্ষকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মো. হোছাইনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মুজিবুল আলম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাটি সত্য হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...