মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ক্রিকেটার

Date:

ভারতের ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন ওয়াইসি হোইসালা। নিজ রাজ্যের একটি ম্যাচে খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আকস্মিক এই হার্ট অ্যাটাকেই ঢলে পড়েন মৃত্যুর মুখে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবারে (২২ ফেব্রুয়ারি)।

বেঙ্গালুরুতে এক টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে এই ঘটনাটি। এইজিস সাউথ (দক্ষিণ) জোন টু্র্নামেন্ট চলাকালীন ঘটেছে ঘটনাটি। ম্যাচ শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাওয়ার তোড়জোড় করছিলেন; সেই সময় মাঠেই ঘটে যায় এই দুর্ঘটনা। হঠাৎ করেই মাঠে জ্ঞান হারান ওয়াইসি হোইসালা। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে আসেন সকলেই। তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার বেঙ্গালুরুতে কর্ণাটকের হয়ে খেলতে নেমেছিলেন। কর্ণাটকের আরএসআই মাঠে তাদের প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু।

হোইসালা দলের সঙ্গে নৈশভোজে যোগ দিতে যাচ্ছিলেন। এই সময়েই ঘটে যায় এই হৃদয়বিদারক ঘটনা। মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে থাকা মেডিক্যাল স্টাফেরা তার কাছে চলে আসেন। তাকে সিপিআর দেওয়া হয়। তবে কোনো রকম চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। ফলে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার পরিবারের সদস্যদেরও জানানো হয়। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা জানান, দেরি হয়ে গেছে।

অনূর্ধ্ব-২৫ পর্যায় থেকেই কর্ণাটকের হয়ে খেলেছেন তিনি। কর্ণাটক প্রিমিয়র লিগেও খেলেছেন তিনি। নিয়মিত খেলতে দেখা গেছে তাকে। শিবামোগ্গা লায়ন্সের হয়ে খেলতে দেখা গেছে তাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

সর্বশেষ খবর

সম্পর্কিত খবর
Related

২০২১ সালে মেয়াদ শেষ হওয়া ১৪ টন খেজুর জব্দ

নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর...

এবার জেলখানার অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্যারিয়ারজুড়েই...

এমনভাবে পুড়েছে যে চেনা যাচ্ছিল না, ১১ দিন পর মরদেহ হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ১১ দিন পর নাজমুল...

কারওয়ান বাজারে ১০০ গ্রাম ওজনে গরুর মাংস বিক্রি

দাম বেশির কারণে গরুর মাংস কেজিতে কিনতে পারেন না...